কাকরাইলে বাসচাপায় দুই অটোরিকশা আরোহীর মৃত্যু

ঢাকার কাকরাইলে বাসচাপায় দুই অটোরিকশা আরোহীর মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরেকজন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2015, 03:14 AM
Updated : 3 Sept 2015, 03:15 AM

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে রাজমনি ঈশা খাঁ হোটেলের পূর্ব পাশের রাস্তায় এ ঘটনা ঘটে বলে রমনা থানার এস আই তাপস পাল জানান।

নিহত রুবেল হোসেন (২৮) তেলের লরি চালাতেন। তার সহকারী আশিক হোসেনও (২৫) নিহত হয়েছেন এ দুর্ঘটনায়। তাদের বাড়ি ঢাকার দোহারে।

অটোরিকশা চালক ফিরোজ মিয়াকে (৪০) আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একটি মামলায় সাক্ষ্য দিয়ে কুষ্টিয়া থেকে ফিরছিলেন রুবেল ও আশিক। গাবতলীতে বাস থেকে নেমে তারা অটোরিকশায় করে যাত্রাবাড়ী যাওয়ার পথে  কাকরাইলে দুর্ঘটনায় পড়েন।

পল্টনের দিক থেকে আসা ইকোনো পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারালে অটোরিকশাটি তার নিচে চাপা পড়ে। এরপর বাসটি পাশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো ভবনের দেয়াল ভেঙে ঢুকে পড়ে।

পুলিশ তিনজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন বলে পরিদর্শক মোজাম্মেল জানান।