প্রবৃদ্ধি বাড়ায় বন্দরে কন্টেইনার জট বাড়ছে: নৌমন্ত্রী

অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ায় চট্টগ্রাম বন্দরে জাহাজ ও কন্টেইনার জট কিছুটা বাড়ছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 06:00 PM
Updated : 2 Sept 2015, 06:00 PM

বুধবার চট্টগ্রাম বন্দরের কাস্টমস অকশন শেড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

নৌমন্ত্রী বলেন, “সে কারণে কন্টেইনার ইয়ার্ড বাড়াতে হচ্ছে; টার্মিনাল, জেটি বাড়াতে হচ্ছে। আমদানি-রপ্তানি বাড়ার সঙ্গে যে পরিমাণে প্রবৃদ্ধি হচ্ছে, তা শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে সামলানো কঠিন। সেজন্য মংলা বন্দর সচল করা হয়েছে।”

অতিরিক্ত চাপ সামলাতে পায়রা বন্দর দ্রুত চালুর চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী।  

সম্প্রতি চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী সংবাদ সম্মেলন করে চট্টগ্রাম বন্দর ধ্বংস করতে মাফিয়ারা সক্রিয় বলে অভিযোগ করেন।

সোনাদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণ না করে পায়রা বন্দরে সরিয়ে নেওয়ার অভিযোগও আনেন তিনি।

মহিউদ্দিন চৌধুরী বন্দর দিয়ে সানফ্লাওয়ার তেলে করে কোকেন পাচারের ঘটনাও উল্লেখ করেন ওই সংবাদ সম্মেলনে।  

এ প্রসঙ্গে জানতে চাইলে নৌমন্ত্রী বলেন, “তিনি কী বলেছেন তা জানি না। সে কারণে এর সত্যতা সম্পর্কে বলতে পারব না। এর কোনো সত্যতা থাকলে তিনি তা প্রমাণ করতে পারেন।”    

এর আগে মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বন্দর নিয়ে ১০ দফা অভিযোগ দিয়েছিলেন জানিয়ে নৌমন্ত্রী বলেন, “সেসময় প্রতিটি দফা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। তিনি সদুত্তর দিতে পারেননি।”

কোকেন উদ্ধার নিয়ে তিনি বলেন, “এসব মাদক বিদেশ থেকে এসেছে। মূল হোতা যারা তাদের চিহ্নিত করা হয়েছে। বন্দরের কেউ এনেছে বলে প্রমাণ হয়নি।”