পূজা ও কোরআন পাঠ, দম্পতি আটক

ঠাকুরগাঁও  সদরে একইসঙ্গে মূর্তিপূজা ও কোরআন পড়ায় ‘স্থানীয়দের চাপে’ এক দম্পতিকে আটক করেছে পুলিশ।

ঠাকুরগাঁও প্রতিনিধিরংপুর/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 02:31 PM
Updated : 2 Sept 2015, 03:54 PM

বুধবার সকালে সদরের শাহপাড়া এলাকার নিজ বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানান সদর থানার ওসি মশিউর রহমান।

এরা হলেন-শাহপাড়ার বাসিন্দা সোলেমান (৬১) ও তার স্ত্রী নূরজাহান (৪৫)।

ওসি বলেন, সোলেমান হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে একই ঘরে মূর্তিপূজা ও কোরআন পড়ে আসছিল। বিষয়টি হঠাৎ এক প্রতিবেশীর নজরে পড়ে। ওই প্রতিবেশী এসে এলাকাবাসীকে বিষয়টি জানায়। পরে এলাকাবাসী ক্ষুদ্ধ হয়ে বুধবার সকালে সোলেমানের বাড়ি ঘেরাও করে পুলিশে খবর দেয়।

“ধর্মীয় অনুভূতিতে আঘাতের মৌখিক অভিযোগ এবং স্থানীয়দের চাপে তাদের আটক করা হয়েছে ।”

সোলেমানকে উদ্ধৃত করে পুলিশ জানায়, স্বপ্নের মাধ্যমে মূর্তিপূজার আদেশ পেয়ে গোপনে এ কাজ করে আসছিলেন তিনি।

তবে নূরজাহান মূর্তিপূজার বিষয়টি অস্বীকার করেন বলে জানান ওসি।

নূরজাহানের উদ্ধৃতি দিয়ে ওসি মশিউর বলেন, “বছর দুয়েক আগে কালী দেবী তার ওপর ভর করে। কালীদেবী তাকে তার পূজা করতে বলে। রাজি না হওয়ায় নূরজাহানের পরিবারকে হত্যার ভয় দেখায় কালী দেবী।

“নূরজাহান বিষয়টি তার স্বামীকে খুলে বলে। প্রাণ রক্ষার কারণে তারা একটি কালীমূর্তি এনে ঘরে রাখেন।”

এ ঘটনার পর সোলেমানের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই দম্পতির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল বলেও জানান ওসি মশিউর।