জয়পুরহাটে শ্যামলাল সিং হত্যার বিচার দাবিতে মানববন্ধন

জয়পুরহাটে আদিবাসী শ্যামলাল সিংয়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 01:58 PM
Updated : 2 Sept 2015, 01:58 PM

বুধবার দুপুরে শহরের জিরো পয়েন্টে এ মানববন্ধনে জেলার আদিবাসী নারী-পুরুষরা অংশ নেন।

বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিবাসী নেতা কার্ত্তিক চন্দ্র সিং, রতন সিং, অধ্যাপক সুদর্শন সরকার, দারা মারান্ডি, শিবচান পাহান প্রমুখ।

শ্যামলাল সিং এর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে একটি স্মারকলিপি দেয় তারা।

গত ৭ অগাস্ট চুরির অভিযোগ এনে পাঁচবিবি উপজেলার বেতগাড়ী গ্রামের আদিবাসী শ্যামলালকে মারধর করে স্থানীয় লোকজন। ২০ অগাস্ট চিকিৎসাধীর অবস্থায় তার মৃত্যু হয়।