নীলফামারীতে অপহৃত কলেজছাত্রী উদ্ধার, পিতা-পুত্র গ্রেপ্তার

নীলফামারীর ডিমলা থেকে অপহরণের ৪০ দিন পর এক কলেজছাত্রীকে (১৭) উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 12:48 PM
Updated : 2 Sept 2015, 12:48 PM

ডিমলা থানার এসআই তাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার পলাশবাড়ী গ্রাম থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও অপহরণে জড়িত অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ডোমার উপজেলার খামার বসুনিয়া গ্রামের নাছির উদ্দিন (৫০) ও তার ছেলে আফজারুল ইসলাম (২২)। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এসআই তাজুল ইসলাম জানান, ডোমার সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী চলতি বছর ২৩ জুলাই সকালে কলেজে যাওয়া পথে ডিমলা-ডোমার সড়কের ফরেস্টের ডাঙ্গা থেকে অপহৃত হয়। এ ঘটনায় ২ অগাস্ট তার বাবা নাছির উদ্দিন (৫০) ও তার ছেলে আফজারুল ইসলামের (২২) নাম উল্লেখ করে ডিমলা থানায় মামলা করেন।

মঙ্গলবার রাতে গোপন খবর পেয়ে পুলিশ পলাশবাড়ী গ্রামে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার এবং পিতা-পুত্রকে আটক করে।

তবে কী কারণে মেয়েটি অপহরণ করা হয়েছিল এ বিষয়ে কিছু জানাতে পারেননি এসআই।

বিষয়টি জিজ্ঞাসাবাদের পর জানা যাবে বলে তিনি জানান।