গাজীপুরে জোড়া খুনের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

গাজীপুরে জোড়া খুনের দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Sept 2015, 10:07 AM
Updated : 2 Sept 2015, 10:07 AM

বুধবার গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত বদরুল ইসলাম (২৬) ময়মনসিংহের গফরগাঁও থানার রৌহা কালিরহাট এলাকার বাসিন্দা।

একইসঙ্গে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে ওই আদালতের রাষ্ট্রপক্ষে আইনজীবী মো. হারিছ উদ্দিন আহম্মদ জানান।

তিনি বলেন, দুটি হত্যাকাণ্ডের কারণে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড এ দুই দণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে রায়ে উল্লেখ রয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, গাজীপুরের টঙ্গীর বৌবাজার এলাকায় লতিফ গাজীর বাড়িতে ভাড়া থাকতেন ইসমাইল হোসেন। সেখানে তার শ্যালক বদরুল ইসলাম বেড়াতে যান। ২০১০ সালের ১৫ জুন ভগ্নিপতি ইসমাইলের কাছে টাকা ধার চান বদরুল। টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ইসমাইলের বুকের বাম পাশে ছুরি দিয়ে আঘাত করেন। ইসমাইল ও তার মায়ের চিৎকার শুনে পাশের ঘরের ভাড়াটিয়া বেলাল ছুটে গেলে বেলালের বুকেও ছুরি দিয়ে আঘাত করেন বদরুল ইসলাম। ইসমাইল ও বেলাল ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় বেলালের ভাই ফজলু বাদী হয়ে টঙ্গী থানায় মামলা করেন। পরদিন পুলিশ বদরুলকে তার গ্রামের বাড়ি গফরগাঁও থেকে গ্রেপ্তার করে।