ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার সেই ঢাবি ছাত্র বহিষ্কৃত

ক্যাম্পাস সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বান্ধবীকে ধর্ষণের হুমকি দিয়ে এক নাট্যকর্মীর কাছ থেকে অর্থ ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 07:43 PM
Updated : 2 Sept 2015, 01:17 PM

বহিষ্কৃত রাজীব বাড়ৈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুড্ডিস্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ছাত্রলীগের পাঠাগার সম্পাদক ছিলেন। আট মাস আগে তাকে ছাত্রলীগ বহিষ্কার করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রাজীবকে বহিষ্কারের কথা জানান।

তিনি বলেন, “ছিনতাইয়ের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে রাজীবকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করছে পুলিশ। তদন্তের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

সোমবার রাজীব এবং এবং অমিত কুমার দাস নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেপ্তার করে পুলিশ।

তারাসহ কয়েকজন ১৬ অগাস্ট সোহরাওয়ার্দী উদ্যানে নাট্যকর্মী আনসার আলী লিমনকে আটকে তার বান্ধবীকে ধর্ষণের হুমকি দিয়ে এটিএম কার্ড নিয়ে তা দিয়ে ৫০ হাজার টাকা তুলে নেন বলে অভিযোগ উঠেছে।