সাংসদদের ২০ কোটি টাকার প্র্রকল্পের কাজ শুরু ‘শিগগির’

এলাকার উন্নয়নে সংসদ সদস্যদের ‍অনুকূলে ২০ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ ‘শিগগিরই’ শুরু হবে বলে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 04:38 PM
Updated : 1 Sept 2015, 04:38 PM

মঙ্গলবার সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুলের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় ২০ কোটি টাকার অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে এলজিআরডি’র আওতায় অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ গত ৭ জুলাই একনেকে অনুমোদিত হয়েছে। এই প্রকল্পের মোট ব্যয় ৬ হাজার ৭৬ কোটি ৪৪ লাখ টাকা। ২০১৯ সালের জুন নাগাদ প্রকল্পটির কাজ শেষ হবে।

সরকার দলীয় অপর সাংসদ একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে খন্দকার মোশাররফ বলেন, সারা দেশে সমবায়ী কৃষকদের বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৬৪৩ কোটি ৯১ লাখ টাকা।

চট্টগ্রাম থেকে নির্বাচিত সরকার দলীয় সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন,  আগামী ডিসেম্বরের মধ্যে ঢাকা শহরের সব বস্তিকে শতভাগ বৈধ পানি সরবরাহের আওতায় আনতে ঢাকা ওয়াসা  উদ্যোগ গ্রহণ নিয়েছে।