সাভারে পোশাক শ্রমিককে ধর্ষণ ও গুমের অভিযোগ

ঢাকার সাভারে এক নারী পোশাক শ্রমিককে ধর্ষণের পর গুমের অভিযোগ উঠেছে ওই কারখানার বৈদ্যুতিক মিস্ত্রীর বিরুদ্ধে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 03:20 PM
Updated : 1 Sept 2015, 03:33 PM

সাভার মডেল থানার এসআই নাছির উদ্দীন শেখ জানান, গত ২৫ অগাস্ট ধর্ষণ এবং পর দিন থেকে মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ পরিবারের।

রংপুর জেলার মিঠাপুকুর থানার বাসিন্দা ওই মেয়েটি (১৯) পরিবারের সঙ্গে হেমায়েতপুরের যাদুচর এলাকায় ভাড়া থেকে বদরুন্নেসা সোয়েটার্স লিমিটেড কারখানায় সুইং হেলপারের কাজ করতেন বলে জানান তিনি।

ঘটনার পর মেয়েটির বড় ভাই সাভার মডেল থানায় অভিযোগ দিলেও তা মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।

অভিযোগে বরাত দিয়ে এসআই নাছির বলেন, গত মঙ্গলবার রাতে মেয়েটিকে কারখানার ওয়াশরুমে নিয়ে ধর্ষণ করে কারখানার বৈদ্যুৎ মিস্ত্রী ইউনুছ।পরে মেয়েটিকে কিছু টাকা দিয়ে ঘটনাটি কাউকে না বলার জন্য হুমকি দেয় ইউনুছ।

“মেয়েটি রাতে বাসার ফিরে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি জানায়।পরদিন বুধবার কর্মস্থলে গিয়ে আর বাসায় ফিরে আসেনি।”

বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে শনিবার ইউনুছ মিয়ার বিরুদ্ধে ধর্ষণ ও গুমের অভিযোগ করে তার স্বজনরা।

মেয়েটির ভাই বলেন, থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ আমার বোনকে উদ্ধার করতে পারেনি। এমনকি নথিভুক্ত করেনি অভিযোগটি।

এছাড়া ইউনুছকে আটক করলেও টাকার বিনিময়ে পুলিশ তাকে ছেড়ে দেয় বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই বলেন, ঘটনাটি খুবই স্পর্শকাতর।তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলা নথিভুক্ত হবে না।

আর ইউনুছকে আটক নয়, জিজ্ঞাসাবাদ করা হয়েছে।জিজ্ঞাসাবাদে ঘটনার কোনো সত্যতা পাওয়া যায়নি। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”

এ ব্যাপারে বদরুন্নেসা সোয়েটাস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা ওহেদুল ইসলাম সাংবাদিকদের বলেন, “আমাদের গার্মেন্টসে ধর্ষণের কোন ঘটনা ঘটেনি। তবে যে মেয়ের কথা বলা হচ্ছে সে ওই দিন দুপুরে খাবার খেতে গিয়ে আর ফেরেনি।”