তেজগাঁওয়ে রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড

রাজধানীর তেজগাঁওয়ে একটি রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ড হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 01:58 PM
Updated : 1 Sept 2015, 01:58 PM

মঙ্গলবার বিকাল ৪টার দিকে তেজগাঁও সাত রাস্তার মোড়ে ‘বিধু কেমিক্যাল’ নামের ওই গুদামে আগুন লাগার ঘণ্টাখানেক পর তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ছবি: প্রতীকী

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন,

ফায়ার ব্রিগেডের ছয়টি ইউনিটের চেষ্টায় বিকেল ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নি নির্বাপনে অংশ নেওয়া ফায়ারম্যান সাজেদুর রহমান বলেন, চ্যানেল টোয়েন্টিফোরের কার্যালয়ের পাশে একটি টিনশেড গুদামে আগুন লাগে। এই সময় সেখানে কেউ ছিলেন না বলে তারা জানতে পেরেছেন।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

জিসান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, চ্যানেল টোয়েন্টিফোরের কার্যালয়ের পশ্চিম পাশে ‘বিধু কেমিক্যাল’ এ বিকেলে আগুন ধরে যায়। এ সময় গুদামটি বাইরে থেকে তালাবন্ধ ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা তালা ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভান।