‘রানা প্লাজা’র রানার মা কারাগারে

সাভারে ধসে পড়া বহুতল ভবন রানা প্লাজার মালিক সোহেল রানার মা মর্জিনা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 01:43 PM
Updated : 1 Sept 2015, 01:43 PM

অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান মর্জিনা বেগম। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক এম আতোয়ার রহমান।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ডে নয় তলা ভবন রানা প্লাজা ধসে পড়লে পাঁচটি পোশাক কারখানার সহস্রাধিক শ্রমিক মারা যান। বাংলাদেশের ওই ঘটনা আন্তর্জাতিক সব গণমাধ্যমে শিরোনাম হয়।

ঘটনার এক বছর পর গত বছরের ১৫ জুন ভবন নির্মাণে দুর্নীতি নিয়ে মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক এসএম মুফিদুল ইসলাম। এ মামলায় রানার মা মর্জিনা বেগমকেও আসামি করা হয়।

অবৈধ ও নকশা বহির্ভূতভাবে ছয় তলা ভবনের উপরে ১০তলা পর্যন্ত স্থাপনা নির্মাণ করায় দুর্নীতির অভিযোগে মামলাটি দায়ের করা হয়।

মামলা দায়েরের একমাস পর গত ১৬ জুলাই বাদী নিজেই তদন্ত কর্মকর্তা হয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে আদালতে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌসুলি শাহীন আহমেদ খান জানান।

আদালতে আসামির পক্ষে জামিন শুনানিতে অংশ নেন কাজী নজিবুল্লাহ হিরু।