সংসদের সপ্তম অধিবেশন শুরু

দশম জাতীয় সংসদের সপ্তম অধিবেশন শুরু হয়েছে।

সংসদ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 01:29 PM
Updated : 1 Sept 2015, 01:29 PM

মঙ্গলবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতে স্পিকারকে স্বাগত জানান সবাই।

এরপর স্পিকার শিরীন শারমিন চৌধুরী চলতি অধিবেশনের সভাপতিমণ্ডলী মনোনয়ন দেন। স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে অগ্রবর্তীজন সংসদ পরিচালনা করবেন।

সংসদের চলমান অধিবেশনে সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন-আব্দুস শহীদ, কাজী কেরামত আলী, তাজুল ইসলাম, ফখরুল ইমাম ও উম্মে কুলসুম স্মৃতি।

এরপর স্পিকার ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, সাবেক সংসদ সদস্য ও এরশাদের প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ, সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলী, সাবেক সংসদ সদস্য মো. আলিম উদ্দিন,সুদীপ্তা দেওয়ান, ইয়াকুব আলী চৌধুরী, আবদুল লতিফ ভূঁইয়া, আবুল কালাম আজাদ, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জি, সংসদ সচিবালয়ের সহকারী সার্জেন্ট অ্যাট আর্মস রফিক আহমেদ পাটোয়ারী, অফিস সহায়ক খোন্দকার শামসুজ্জামান সেলিমের মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করেন।

এছাড়া সাবেক উপদেষ্টা ও আইজিপি এ বি এম জি কিবরিয়া, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বিচারপতি সুলতান হোসেন খান, একুশে পদক প্রাপ্ত সাংবাদিক হাবিবুর রহমান মিলন, একুশে পদক প্রাপ্ত এমিরিটাস অধ্যাপক ডা. মুজিবুর রহমান, ভাষা সৈনিক আবদুর রাজ্জাক, সাংবাদিক এম. ওবায়দুল হক, ভাষা সৈনিক আয়েশা জালাল, কৃষি বিজ্ঞানি জহিরুল ইসলাম, প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠাতা আমজাদ খান চৌধুরী, সঙ্গীত শিল্পী ফরিদা ইয়াসমিনের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

পরে প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।

মোনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম আউয়াল (সাইদুর রহমান)।

সংসদের সপ্তম অধিবেশন চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।

এর আগে অধিবেশনের মেয়াদ নির্ধারণে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে বসে কার্য উপদেষ্টা কমিটি।

কমিটি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বৈঠক চালানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে স্পিকারকে প্রয়োজনে অধিবেশনের মেয়াদ বাড়ানো-কমানোর দায়িত্ব দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক এস এম মনজুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিদিন বিকেল ৫টা থেকে সংসদের বৈঠক বসবে।

কমিটির বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন।

কমিটির সদস্য বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, এইচ এম এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেন গুপ্ত, আ স ম  ফিরোজ, মইন উদ্দীন খান বাদল ও আইনমন্ত্রী আনিসুল হক বৈঠকে অংশ নেন।