সিরাজগঞ্জে প্রতিপক্ষের হাতে যুবলীগ নেতা ছুরিকাহত

সিরাজগঞ্জ সদরে যুবলীগের এক নেতা প্রতিপক্ষের হাতে ছুরিকাহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 01:18 PM
Updated : 1 Sept 2015, 01:18 PM

সিরাজগঞ্জ পৌর যুবলীগের আহ্বায়ক এমদাদুল হক এমদাদ জানান, আহত সাইফুল ইসলাম শিল্টু (৩৫) সিরাজগঞ্জ পৌরসভা যুবলীগের ১১ নম্বর ওয়ার্ডের আসন্ন সম্মেলনে সভাপতি প্রার্থী।

তিনি শহরের হোসেনপুর মহল্লার সোবহান আলীর ছেলে তিনি। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা নাসির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে (সাইফুল) অস্ত্রোপচারের পর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।”

প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের দরপত্রের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে রোববার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে হোসেনপুর মহল্লার আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

এর জের ধরে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার সামনে একটি চায়ের দোকানে সাইফুলকে হোসেনপুর মহল্লার সোহেলসহ কয়েকজন ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে যায়।  

শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টেন্ডারটি এখনও মূল্যায়নই হয়নি। অথচ এ নিয়ে মারামারি শুরু হয়ে গেছে।”

সদর থানার ওসি হাবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘটনাটি শুনেছি। কিন্তু বিকেলে পর্যন্ত কেউ অভিযোগ করেনি।

“ঘটনাটি টেন্ডার সংক্রান্ত নাকি ব্যক্তিগত তা জানি না।”