নীলফামারীতে প্রতিমা ভাংচুর

নীলফামারীর ডিমলায় একটি সার্বজনীন দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 11:29 AM
Updated : 1 Sept 2015, 11:29 AM

ডিমলা থানার ওসি রহুল আমিন খান জানান, সোমবার রাতের কোনো এক সময় উপজেলা সদরের রামডাঙ্গা পুরান থানা এলাকার ওই মন্দিরে চারটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটে।

এ সময় তারা ওই মন্দিরের পাশে বিষ্ণু মন্দিরের বেড়া ভাংচুর করে বলে অভিযোগ করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি দ্বীজেন্দ্র নাথ রায়।

এ ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।

ওই গ্রামের জয়দেব চন্দ্র ও অঞ্জনা রাণী রায় বলেন, “গভীর রাতে শব্দ শুনে ঘর থেকে বের হয়ে দেখি মন্দিরে থাকা কালী, জয়া, বিজয়া প্রতিমা ভেঙে মাটিতে ফেলে রাখা হয়েছে। আর শিব ঠাকুরের প্রতিমাটি ভেঙে মন্দির থেকে বাহিরে ফেলে রেখেছে।”

ওসি রহুল আমিন বলেন, জয়দেব চন্দ্র রায়ের বাড়িতে মন্দিরটি অবস্থিত। প্রাথমকিভাবে জানতে পেরেছি জমির সীমানা নিয়ে মন্দির সংলগ্ন আজম আলীর সঙ্গে দ্বন্দ ছিল।

মামলার পর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।