গাজীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 11:03 AM
Updated : 1 Sept 2015, 11:03 AM

মঙ্গলবার উপজেলার চুপাইর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক সরোয়ার্দী হোসেন।

নিহত প্রিয়াংকা চন্দ্র রায় (২২) ওই এলাকার অনিল চন্দ্র রায়ের মেয়ে।

এ ঘটনার পর আটক করা হয়েছে প্রিয়াংকার স্বামী শংকর চন্দ্র করকে (৩৫)। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকার মৃত সুনীল চন্দ্র করের ছেলে।

এসআই সরোয়ার্দী বলেন, আট মাস আগে শংকরের সঙ্গে প্রিয়াংকার বিয়ে হয়। সোমবার স্বামীকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন প্রিয়াংকা।

“টাকা-পয়সা নিয়ে রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাতের খাবার খেয়ে তারা একই ঘরে ঘুমাতে যায়। ভোরে শংকর বাড়ির লোকজনদের ডাকাডাকি করেন এবং জানান প্রিয়াংকা অসুস্থ হয়ে পড়েছে।”

তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।সেখান থেকেই পুলিশ শংকরকে আটক করে বলে জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মুনিরা বেগম বলেন, নিহতের গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।