কক্সবাজারে পাহাড় ধসে স্কুলছাত্রীর মৃত্যু

কক্সবাজার সদর উপজেলার ঝিংলজা ইউনিয়নে লিংকরোড দক্ষিণ মহুরী পাড়া এলাকায় পাহাড় ধসে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 10:27 AM
Updated : 1 Sept 2015, 10:27 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের অপারেশন কর্মকর্তা আব্দুল মজিদ জানান।

নিহত ফারজানা ইয়াছমিন (১৪) ওই এলাকার আবু তাহেরের মেয়ে এবং ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগের দিন সোমবার রাতে ভারি বৃষ্টিপাত হয়। পরদিন মঙ্গলবারও থেমে থেমে বেলা ১২টা পর্যন্ত বৃষ্টি হয়।

“সম্প্রতি কাটা উঁচু পাহাড়ের একটি অংশ ভারি বর্ষণের কারণে নরম হয়ে আবু তাহেরের বসত বাড়ির উপর ধসে পড়ে। এতে অন্যরা বেরিয়ে আসতে পারলেও ঘরের ভেতরে ফারজানা মাটি চাপা পড়ে।”

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগে স্থানীয়রাই ফারজানাকে উদ্ধার করে।

এলাকার কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবু তাহেরের প্রতিবেশী মোহাম্মদ কবিরের ছেলে মাহাবুব উল্লাহ মাহাবু দীর্ঘদিন ধরে পাহাড় কেটে আসছিল। ওই পাহাড়ের একটি অংশ ধসে আবু তাহেরের বাড়ির উপর পড়ে এ দুর্ঘটনা ঘটল।”