বরগুনায় গাঁজা-ইয়াবাসহ গ্রেপ্তার ১

বরগুনার আমতলী উপজেলা শহরের একটি বাসায় অভিযান চালিয়ে ৫৮ কেজি গাঁজা ও ১৯৬টি ইয়াবাসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।   

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 04:33 AM
Updated : 1 Sept 2015, 04:33 AM

সোমবার রাত ৮টার দিকে শহরের সবুজবাগ এলাকা থেকে সুমন খান (৩২) নামের ওই যুবককে আটক করা হয়।

বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কবিরুল হাসান বলছেন, গ্রেপ্তার সুমন একজন ‘মাদক বিক্রেতা’। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুরে।

“সবুজবাগে জয়নাল আবেদীনের বাসা ভাড়া নিয়ে গত দুই মাস ধরে সুমন মাদকের কারবার করছিলেন। রাতে সেখানে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ তাকে আটক করা হয়। পাঁচটি ব্যাগে ৫৮ কেজি গাঁজা পাওয়া যায়,” বলেন তিনি।

পরিদর্শক কবিরুল ছাড়াও বরগুনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ-পরিদর্শক ওয়ালিউল্লাহ ও পটুয়াখালীর সহকারী উপ-পরিদর্শক জাফর আহম্মেদ  এ অভিযানে অংশ নেন।

সুমনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাতেই কবিরুল হাসান বাদী হয়ে একটি মামলা করেছেন বলে আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানিয়েছেন।