ভারতে আটক পাঁচ নারী ও শিশু দেশে ফিরেছে

পাচারের শিকার হয়ে ভারতে গিয়ে আটক পাঁচ বাংলাদেশিকে বেনাপোল সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Sept 2015, 04:06 AM
Updated : 1 Sept 2015, 05:06 AM

সোমবার সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ পাসের মাধ্যমে তারা ফেরত আসেন। এদের মধ্যে চারজন নারী ও একজন শিশু।

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তারা এ সময় বেনাপোল সীমান্তে উপস্থিত ছিলেন বলে চেকপোস্ট ইমিগ্রেশনের পরিদর্শক মোমিনুর রহমান জানান।

ফেরত আসা পাঁচজন হলেন- গোপালগঞ্জের মনিকা পাণ্ডে (২১), তার ছেলে কৌশিক (১) ও আল্লাদী বিশ্বাস (৫০), সাতক্ষীরার কলারোয়ার সালমা খাতুন (২০) এবং পটুয়াখালীর রিতা রানী (৪৫)।

পরিদর্শক মোমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ভাল চাকরির প্রলোভন দেখিয়ে দালালরা অবৈধ পথে তাদের ভারতে পাচার করেছিল। পশ্চিমবঙ্গের হাওড়া রেলস্টেশনে ঘোরাঘুরির সময় পুলিশ তাদের আটক করে।”

পরে পাঁচজনকে কোলকাতার একটি মানবাধিকার সংস্থার জিম্মায় তাদের ‘লিলুয়া শেল্টার হোমে’ রাখা হয়।

দুই দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগের পর ভারত সরকারের দেওয়া ‘বিশেষ পাসের’ মাধ্যমে তারা দেশে ফেরেন। শিশুসহ ওই পাঁচজনকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ।

বন্দর থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে রাতেই তাদের বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তা নূরুনাহারের হাতে তুলে দেওয়া হয়েছে।

নূরুনাহার জানান, পাঁচজনকে আপাতত তাদের আশ্রয়কেন্দ্রে (সেল্টার হোমে) রাখা হয়েছে। পরে তাদের নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হবে।