শিমুলিয়া-কাওড়াকান্দিতে সীমিত আকারে পারাপার শুরু

নাব্য সংকটে ১০ দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে সীমিত আকারে ফেরি পারাপার শুরু হয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 12:48 PM
Updated : 31 August 2015, 12:48 PM

সোমবার চারটি ফেরি দিয়ে যান পারাপার শুরু হয় বলে জানান বিআইডব্লিউটিসির ম্যানেজার গিয়াসউদ্দিন পাটোয়ারী।

তিনি বলেন, ফেরি ‘কুসুম কলি’,‘ক্যামেলিয়া’ ‘ফরিদপুর’ ও ‘কাকলী’ দিয়ে পারাপার চলছে। এছাড়া ওপারে যাওয়ার সময় লৌহজং টার্নিংয়ে প্রচণ্ড স্রোতেরর সঙ্গে লড়াই করতে গিয়ে ফেরি ‘কবরীর’ একটি ইঞ্জিন বিকল হয়ে গেছে।পরে সেটি কাঠাঁলবাড়ি ঘাটে পৌঁছলে কর্তৃপক্ষ সেখানে থেকে ইঞ্জিন মেরামতের পর ফিরে আসার নির্দেশ দিয়েছে।

এদিকে চ্যানেলে আগের চেয়ে পানি বাড়লেও এখনও রো রো ফেরি ও ফ্ল্যাট ফেরি চলার উপযোগী হয়নি বলে জানান তিনি।

বিআইডব্লিউটিসির এ ম্যানেজার বলেন, জোয়ার ভাটার দিকে তাকিয়ে তো ফেরি চালানো যায় না। তাছাড়া তীব্র স্রোতেও এই ফেরি চলার উপযোগী নয়। প্রয়োজন উচ্চ ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের যুগোপযোগী ফেরি।

এদিকে পদ্মা সেতুর ড্রেজার লৌহজং টার্নিংয়ে পৌঁছে কাজ শুরুর প্রস্তুতি নিচ্ছে। সোমবার বিকাল পর্যন্ত শিমুলিয়া-কাওড়াকান্দি পলি অপসারণ শুরু হয়নি।

বিআইডব্লিউটিএর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ খান বিকালে জানান, প্রস্তুতি শেষ হলেই ড্রেজিং শুরু হবে।সোমবার শুরুর কথা ছিল।তবে শুরু হওয়ার আগে কিছুই বলা যাচ্ছে না।

উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি ড্রেজার কাজ করার কথা রয়েছে।একটি চালুর পর আরেকটি মাঝির কান্দি থেকে আসবে বলে জানান তিনি।