বেনাপোলে ২৩৯টি কচ্ছপ উদ্ধার

যশোরের বেনাপোলে চোরাইপথে ভারত থেকে আনা বিরল প্রজাতির ২৩৯টি কচ্ছপ উদ্ধার করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 11:07 AM
Updated : 31 August 2015, 11:07 AM

সোমবার বেনাপোল সীমান্তবর্তী বারোপোতা মাঠ থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয় বলে জানান খুলনা ২৩ বিজিবি ব্যাটালিয়নের পুটখালি কোম্পানির অধিনায়ক সুবেদার শফি উদ্দিন হাওলাদার।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত থেকে অবৈধভাবে আনা কচ্ছপের একটি চালান বেনাপোলের পুটখালি সীমান্ত দিয়ে ঢুকেছে- এমন খবর পেয়ে বিজিবির টহলদল বারোপোতা মাঠে অভিযান চালায়।

বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা চারটি বস্তা ফেলে পালিয়ে যায়।পরে বস্তার ভেতর থেকে ২৩৯টি রঙিন কচ্ছপ পাওয়া যায়।

উদ্ধার কচ্ছপগুলো খুলনা প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান সুবেদার শফি উদ্দিন।