বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নীলফামারীর জলঢাকায় বাবাকে হত্যা মামলায় এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2015, 10:41 AM
Updated : 31 August 2015, 10:41 AM

সোমবার দুপুরে নীলফামারীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাহাবুবুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম মোস্তফা (২৪) জলঢাকা উজেলার পশ্চিম বালাগ্রাম দোলপাড়ার আজগর আলীর ছেলে।

একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানান ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল ইসলাম প্রামানিক।

মামলার নথি থেকে জানা যায়, স্ত্রী মারা যাওয়ায় আজগর আলী দ্বিতীয় বিয়ে করার ইচ্ছে প্রকাশ করেন।এতে ক্ষিপ্ত হয়ে ২০১২ সালের ২৩ জানুয়ারি রাতে দুই ছেলে মোসফেকুর রহমান (২৭) ও গোলাম মোস্তফা (২৪) তাকে শ্বাসরোধ করে হত্যা করে।

এ ঘটনার পরের দিন আজগরের বড়ভাই আফছার আলী বাদী হয়ে দুই ছেলেকে আসামি করে জলঢাকা থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার পর দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ।গ্রেপ্তারের ছোট ছেলে গোলাম মোস্তফা বাবাকে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে বড় ছেলে মোসফেকুরকে বাদ দিয়ে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।