খাদ্য মন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগে মামলা

খাদ্য মন্ত্রীর স্বাক্ষর জাল করার অভিযোগে দিনাজপুরে এক চাল কল মালিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 01:56 PM
Updated : 30 August 2015, 01:56 PM

রোববার দিনাজপুর কোতয়ালী থানার ওসি একেএম খালেকুজ্জামান জানান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আজিজুল ইসলাম বাদী হয়ে গত ২৫ অগাস্ট কোতয়ালী থানায় মামলাটি করেন।

বিবাদী নুর আলম সিদ্দিক দিনাজপুর শহরের পুলহাট এলাকার মেসার্স ইনশা আল্লাহ অটো রাইস মিলের মালিক।

মামলার এজাহারের বরাত দিয়ে আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্প্রতি নুর আলম খাদ্য মন্ত্রী কামরুল ইসলামের স্বাক্ষর জাল করে দুই হাজার মেট্রিক টন চাল বিশেষ বরাদ্দ চেয়ে খাদ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর আবেদন (ডিও লেটার) করেন।

“আবেদন পত্রে মন্ত্রীর স্বাক্ষর জাল উল্লেখ করে খাদ্য মন্ত্রণালয়ের সচিব বিষয়টি দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রককে জানিয়ে চাল কল মালিকের নুর আলম সিদ্দিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।”

ওই নির্দেশ পেয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মামলাটি করেন বলে জানান ওসি।