নাটোরে আ. লীগ-বিএনপি সংঘর্ষ: আটক ৮ 

নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষের ঘটনায় এক যুবদল নেতাসহ আট বিএনপি সমর্থককে আটক করেছে পুলিশ। 

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 01:04 PM
Updated : 30 August 2015, 01:04 PM

শনিবার গভীর রাত থেকে রোববার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান জানান।

আটককৃতরা হলেন, জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম ওরফে আফতাব (৪২), ছাত্রদলের সহসভাপতি সানোয়ার হোসেন তুষার (৩৫), বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের ছেলে বিএনপিকর্মী সাদেকুল হক (৩০), আলী আজগর (২৮), হাবিবুর রহমান (৩২), আবুল কালাম আজাদ (৪৩), সোহেল আনোয়ার (৩২) ও শরৎ কুমার (২৫)।

ওসি  জানান, ঘটনার পর হামলাকারীদের ধরতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। রোববার বিকাল চারটা পর্যন্ত পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে মোট ২৪ জনকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদের মধ্যে আট জনকে আটক করা হয়।

বিকালে তাদের আদালতে হাজির করা হয়েছে বলে জানান ওসি। 

শোক দিবসের কর্মসূচি থেকে ফেরার পথে শনিবার সন্ধ্যায় নাটোর শহরের তেবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে দুইজন গুলিবিদ্ধ হয়।