নড়াইলে নৌকাবাইচ অনুষ্ঠিত

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলের চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 12:57 PM
Updated : 30 August 2015, 04:58 PM

নড়াইল জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার প্রতিযোগিতার উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি উপভোগ করতে  সকাল থেকেই চিত্রা নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষ ভিড় জমান।

জেলা প্রশাসন জানায়, প্রতিযোগিতায় পুরুষ বিভাগে ১৯টি এবং মহিলা  বিভাগে তিনটি নৌকা অংশগ্রহণ করে।

নৌকাবাইচ প্রতিযোগিতায় পুরুষ টালাই (বড়নৌকা) প্রথম হয়েছেন খুলনার ডুমুরিয়ার রামপদ ম-লের মা-গঙ্গা নৌকা, দ্বিতীয় হয়েছেন খুলনার তেরখাদার দিদার মোল্যার ভাইভাই জলপরি নৌকা ও তৃতীয় হয়েছেন খুলনার তেরখাদা এলাকার মনির মোল্যার জলপরি নৌকা।

পরে শহরের বাধাঁঘাট এলাকায় জেলা প্রশাসকের সভাপতিত্বে ‍বিজযীদের মাধে পুরস্কার বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. হেলাল মাহামুদ শরীফ বলেন, “এস এম সুলতানের স্মৃতি ধরে রাখার জন্য আমাদের এই আয়োজন। এটা জেলার একটি ঐতিহ্য।”

নড়াইলের দুর্গাপুর গ্রামের শিক্ষক শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রতিবছরই আমরা এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। আজ এই প্রতিযোগিতা দেখতে পেরে আমারা খুব আনন্দিত।”

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, রোয়িং ফেডারেশনের সভাপতি  মোল্য আবু কাওছার, প্রাণ বেভারেজ লিমিটেডের  প্রধান নির্বাহী কর্মকর্তা আনিচুর রহমান প্রমুখ।

চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ অগাস্ট  নড়াইলের মাছিমদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. মেছের আলি ও মা মাজু বিবি। 

তিনি ১৯৮২ সালে একুশে পদক, ১৯৮৪ সালে বাংলাদেশ সরকারের রেসিডেন্স আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে চারুশিল্পী সংসদ সম্মাননা এবং ১৯৯৩ সালে স্বাধীনতা পদক লাভ করেন।

১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে বরেণ্য এই শিল্পী মৃত্যুবরণ করেন।