মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ: ২ আসামির আত্মসমর্পণ

মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষে গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনার মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

মাগুরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 12:28 PM
Updated : 30 August 2015, 12:28 PM

মাগুরা ডিবি পুলিশের ওসি ইমাউল হক জানান, রোববার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলামের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মামলার ৯ নম্বর আসামি ইলিয়াস ও তার ছেলে ১০ নম্বর আসামি সোহেল রানা।

“আদালত তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেয়।”

ইমাউল হক জানান, এ দুজনসহ এ মামলার এজাহারভুক্ত ১৬ আসামির মধ্যে ১১ জন কারাগারে গেলেন। এছাড়া ৩ নম্বর আসামি আজিবর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

আর  ২ নম্বর আসামি মোহাম্মদ আলীসহ চার জন পলাতক রয়েছেন বলে জানান ইমাউল।

গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তারের ঘটনায় ক্ষমতাসীন দলের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ সময় গুলিতে নিহত হন মমিন ভূইয়া নামে একজন।গর্ভস্থ শিশুসহ গুলিবিদ্ধ হন নাজমা বেগম নামে এক গৃহবধূ।

এ ঘটনায় মমিনের ছেলে রুবেল ২৬ জুলাই মাগুরা সদর থানায় ১৬ জনকে আসামি করে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।