কক্সবাজারে বাস খাদে, মা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজার সদরে একটি বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে মা ও ছেলেসহ তিন যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন আরও অন্তত ১১ জন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 August 2015, 07:56 AM
Updated : 30 August 2015, 03:10 PM

রোববার ভোরে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন মহেশখালী উপজেলার নতুনবাজার এলাকার মো. আমিরুজ্জামানের স্ত্রী রাজিয়া বেগম (৩৫), তাদের ছেলে মো. সাগর (২) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য কামাল উদ্দিন (৩২)।

আহতদের মধ্যে ছয় জন কক্সবাজার সদর হাসপাতালে এবং তিন জন মামলুমঘাট এলাকায় খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আরও তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, ঢাকা থেকে কক্সবাজারগামী শ্যামলিমা পরিবহনেরর একটি বাস ভোর ৫টার দিকে ইসলামাবাদ এলাকায় পৌঁছলে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ গাড়ির সামনে এসে পড়েন।

“তাকে বাঁচানোর চেষ্টা করলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎকরা দুজনকে মৃত ঘোষণা করেন।”

মৃতদের তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসআই আনোয়ার।

এদিকে, কক্সবাজারের উখিয়া থানার ওসি মো. জহিরুল ইসলাম জানান, আহত কামালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে তার মৃত্যু হওয়ায় ফিরিয়ে আনা হয়।

লাশ বাড়ি পৌঁছলে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।