নাটোরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুজন গুলিবিদ্ধ হয়েছে।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 04:25 PM
Updated : 29 August 2015, 04:40 PM

নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের তেবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ছাত্রলীগকর্মী রাজিব হোসেন (১৮) ও যুবলীগকর্মী নাজমুল হোসেন (৩৫)। রাজিবকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং নাজমুলকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সহকারী পুলিশ সুপার রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেলে নাটোর স্টেশনবাজারে যুবলীগের শোকসভা শেষে ফেরার পথে রেলগেট এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে তেবাড়িয়া এলাকায় দুপক্ষের মধ্যে গোলাগুলিতে ওই দুজন গুলিবিদ্ধ হন।

আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলামের ব্যক্তিগত সহকারী আকরাম হোসেন গুলিবিদ্ধ দুজনের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করেছেন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও তেবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সারয়ার হোসেন বলেন, “বিএনপির লোকজন কাউকে গুলি করেনি। বরং বিএনপির কিছু নেতার বাড়িতে তারা আগুন দেওয়ার চেষ্টা করেছে।”

এ ঘটনায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি বলে জানান নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান।