৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি), যাতে দুই হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 04:02 PM
Updated : 29 August 2015, 04:32 PM

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

তিনি বলেন, প্রশাসন ক্যাডারে ২৯৩ জন, পুলিশে ১৪৮ জনসহ বিভিন্ন ক্যাডারে দুই হাজার ১৫৯ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ২০ জনের ফল স্থগিত রয়েছে।

৩৪তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ ছয় হাজার ৫৮৪ জন প্রথম অথবা দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার হিসাবে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। তবে এদেরকে চাকরির কোনো নিশ্চয়তা দেয়নি পিএসসি।

৩৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় নয় হাজার ৮২২ জন উত্তীর্ণ হয়েছিলেন। এদের মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্ত ফল প্রকাশ করা হল।

বিভিন্ন ক্যাডারে দুই হাজার ৫২টি পদে নিয়োগ দিতে ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকশ করেছিল পিএসসি।

কোটা নিয়ে জটিলতার কারণে এ বিসিএসের প্রিলিমিনারির ফল দেওয়া হয় দুই দফায়।

২০১৩ সালের ৮ জুলাই কোটার ভিত্তিতে প্রথম প্রকাশিত ফলাফলে ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন।

এতে মেধাবী অনেকেই বাদ পড়েন অভিযোগ তুলে চাকরিপ্রার্থীদের আন্দোলনের মুখে ওই বছরের ১৪ জুলাই ৩৪তম বিসিএস প্রিলিমিনারির পুনর্মূল্যায়িত ফল দেওয়া হয়, যাতে রেকর্ড সংখ্যক ৪৬ হাজার ২৫০ জন উত্তীর্ণ হন।