বেহাল সড়কে গাছ রোপণ করে প্রতিবাদ

শেরপুরে সড়ক সংস্কারের দাবিতে কচু ও ধান গাছ রোপণের এক ব্যতিক্রমী কর্মসূচিতে অংশ নিয়েছে এলাকাবাসী।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 02:25 PM
Updated : 29 August 2015, 02:25 PM

শনিবার দুপুরে পৌরসভার শেখহাটি ইদ্রিসীয়া মাদ্রাসার সামনের বেহাল সড়কে এ কর্মসূচি পালিত হয়।

পৌরবাসীদের অভিযোগ, শেরপুর পৌরসভার বেশিরভাগ রাস্তা দীর্ঘদিন থেকে চলালের অযোগ্য হয়ে পড়ায় পৌর কর্তৃপক্ষ অনেকগুলো রাস্তা টেন্ডারের মাধ্যমে সংস্কার করা শুরু করে। তবে শেখহাটি রাস্তাটির সংস্কারকাজ না করায় ছোট-বড় খানা-খন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে যায়।

দিনেদিনে দুর্ভোগের মাত্রা বেড়ে যাওয়ায় এলাকাবাসী রাস্তায় নেমে ধান ও কচুগাছ লাগিয়ে যান চলাচল অল্প সময়ের জন্য বন্ধ করে দেয়।

এ বিষয়ে শেরপুর পৌরসভার মেয়র মো. হুমাযুন কবির রুমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই রাস্তার টেন্ডার হয়েছে এবং কাজ চলমান রয়েছে। যারা প্রতিবাদ জানিয়েছে কোনো কিছু না বুঝে করেছে। কেউ কোনো ধরনের অসৎ উদ্দেশ্য নিয়ে এটা করিয়েছে।”

পৌরসভার একজন প্রকৌশলীকে পাঠিয়ে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে বলেও জানান তিনি।