টেকনাফে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় আলাদা অভিযান চালিয়ে একটি অস্ত্র ও ১৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 01:31 PM
Updated : 29 August 2015, 01:31 PM

বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ জানান, শনিবার টেকনাফের জাদিমোড়া ন্যাচারপার্ক এলাকা ও দমদমিয়া বিজিবির চেকপোস্ট থেকে অভিযান চালানো হয়।

আবুজার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল দল সকালে টেকনাফের ন্যাচার পার্কের গোলঘরের পাশের এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত দেশি একটি এলজি বন্দুক ও তিনটি কার্তুজ উদ্ধার করে।

“তল্লাশির সময় আশপাশে কেউ না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আগ্নেয়াস্ত্র ও কার্তুজ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।”

এদিকে অপর অভিযানে দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির দমদমিয়া চেকপোস্টে কক্সবাজারগামী একটি মাইক্রোবাসে (চট্টঃ মেট্রোঃ চ-১১-৩৭৯৯) তল্লাশি করে সিটের নিচে পরিত্যক্ত অবস্থায় ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

উদ্ধারকৃত ইয়াবার আনুমাণিক মূল্য ৪৮ লাখ টাকা বলে জানান তিনি।