নীলফামারীতে ভারতীয় নাগরিকের সঙ্গে আশ্রয়দাতা আটক

নীলফামারী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ করে পাঁচ বছর ধরে বাংলাদেশে অবস্থানরত এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 12:41 PM
Updated : 29 August 2015, 12:41 PM

গ্রেপ্তারকৃত কালু দাস (৩৫) পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার বাঁশদহ গ্রামের মৃত মাতোয়াল দাসের ছেলে।

ডিমলা থানার এসআই সাহাবুদ্দিন জানান,  শনিবার দুপুরে উপজেলার নাউতারা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআই সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালু দাস ইউপি কার্যালয়ে জন্ম নিবন্ধনপত্র নিতে এলে চেয়ারম্যান মোশাররফ হোসেন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে তাকে আশ্রয় দেওয়ার অভিযোগে ওই এলাকার বিজয় দাসকে (৫৫) আটক করা হয়।

মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলাদেশের ভোটার হতে জন্ম নিবন্ধনপত্র নিতে দুপুরে ইউনিয়ন পরিষদে আসে কালু। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকার করলে তাকে পুলিশের হাতে দেওয়া হয়।

পুলিশ কর্মকর্তা সাহাবুদ্দিন বলেন, ভারতীয় নাগরিক কালু দাস বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করে পাঁচ বছর থেকে ডিমলায় বাস করছিল। কালুকে আশ্রয় দেওয়ার অপরাধে তার আত্মীয় সাতজান গ্রামের মৃত অনিল চন্দ্র দাসের ছেলে বিজয় দাসকেও আটক করা হয়।  তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

কালু সাংবাদিকেদের বলেন, তার বিরুদ্ধে পাঁচ বছর আগে তার স্ত্রী লক্ষ্মী দাস মামলা করার পর গ্রেপ্তার এড়াতে তিনি বাংলাদেশে ঢুকেন।