মান্নার সঙ্গে টেলি সংলাপে গ্রেপ্তার মামুন ফের রিমান্ডে

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সঙ্গে টেলিফোন আলাপে সরকার উৎখাতে সশস্ত্র বাহিনীকে উস্কানির মামলায় গ্রেপ্তার মশিউর রহমান মামুনকে দ্বিতীয় দফায়  একদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 11:41 AM
Updated : 29 August 2015, 11:41 AM

তিনদিনের রিমান্ড শেষে শনিবার মামুনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে নতুন করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউল করিম।

শুনানি শেষে মহানগর হাকিম হাসিবুল হক তার এক দিনের হেফাজত মঞ্জুর করেন।

গত ২৪ অগাস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তারের পর মামুনকে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছিল আদালত।

গত ২২ ফেব্রুয়ারি মাহমুদুর রহমান মান্নার সঙ্গে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি এবং বিএনপি নেতা সাদেক হোসেন খোকার টেলিফোন আলাপের অডিও টেপ প্রকাশ হয়।

এতে ওই ব্যক্তির সঙ্গে টেলিফোন সংলাপে সেনা হস্তক্ষেপে ভূমিকা রাখতে আগ্রহ প্রকাশ করতে শোনা যায় মান্নাকে। সেনাবাহিনীর উচ্চপদস্থ দুই কর্মকর্তার সঙ্গে বৈঠকের পরিকল্পনা নিয়েও তাদের কথা বলতে শোনা যায়।

মান্নার সঙ্গে আলাপকারী ওই ব্যক্তিই মশিউর রহমান মামুন বলে শনাক্তের পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টেলিফোন আলাপের অডিও টেপ প্রকাশের দুদিন পর গ্রেপ্তার হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না। এখনও কারাগারে আছেন তিনি।