লালমনিরহাটে জমি দখল নিতে বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি দখল নিতে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 05:19 AM
Updated : 29 August 2015, 05:24 AM

আদিতমারী থানার ওসি মো. আকতার হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় এ ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতদের মধ্যে নয় জনই নারী। তাদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজমল হক বলেন, আহতদের  মাথায় ও বুকে রক্তাক্ত জখম হয়েছে। তারা আশঙ্কা মুক্ত হলেও সুস্থ হতে সময় লাগবে।

স্থানীয়রা জানায়, পাঠানটারী এলাকার মোক্তার আলীর পৈত্রিক সম্পত্তির ৭৭ শতাংশ দখলের চেষ্টা করছে ওই এলাকার প্রভাবশালী আব্দুর রহমান পক্ষ। এ নিয়ে মোক্তার আলী আদালতে মামলাও করেছেন।

শুক্রবার রাতে মোক্তারের লোকজন বাজার থাকায় আব্দুর রহমান পক্ষের ২০/২৫জন লাঠিসোঠা নিয়ে ওই জমির উপর থাকা মোক্তারের ঘর ভেঙ্গে নিয়ে যায়। এ সময় বাড়ির নারীরা বাঁধা দিতে গেলে তাদের রশি দিয়ে বেঁধে মারধর করে।পরে স্থানীয়রা ছুটে এলে তারা ওই বাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

অগ্নিসংযোগের খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে মোক্তার আলীর দুইটি ঘর সস্পূর্ণ পুড়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

মোক্তার আলী বলেন, বাড়িতে পুরুষ মানুষ না থাকার সুযোগে প্রতিপক্ষরা হামলা চালিয়ে বাড়ির নারীদের মারধর ও বসত ঘরে অগ্নিসংযোগ করে।

ওসি বলেন, এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।