মাইক্রো পুকুরে পড়ে একই পরিবারের ৩ জন নিহত

জামালপুরের বকশিগঞ্জে মাইক্রোবাস পুকুরে পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 August 2015, 04:23 AM
Updated : 29 August 2015, 08:16 AM

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাট্রাজোড় নতুন বাজার এলাকায় এ   দুর্ঘটনা ঘটে বলে জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দীন জানান।

নিহতরা হলেন, কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বটতলা গ্রামের বাবুল হোসেন (২৮), তার স্ত্রী শিল্পী বেগম (২৩) এবং তাদের ১০ মাস বয়সী ছেলে আব্দুল্লাহ।

আহতরা হলেন, বাবুলের বড় ভাই সৌদি প্রবাসী বাদশা মিয়া (৩০), সাইদুর রহমান (৩৬) ও শ্যালক রিপন (২১)।

তাদের বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।


এসপি বলেন, মাইক্রোবাসটি ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে  রাজিবপুর যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে পুকুরে পড়ে ডুবে যায়। এতে ঘটনাস্থলেই বাবুল, তার স্ত্রী ও ছেলে নিহত হয়।

খবর পেয়ে পুলিশ গিয়ে পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার এবং আহতদের হাসপাতালে পাঠায়।

দুর্ঘটনার পর মাইক্রোবাস চালক আবু বক্কর সিদ্দিককে আটক করা হয়েছে বলে জানান তিনি।