বসুন্ধরা থেকে কোটি টাকার নকল মোবাইল সেট উদ্ধার

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে প্রায় দুই কোটি টাকা মূল্যের নকল মোবাইল সেট জব্দ করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 07:07 PM
Updated : 29 August 2015, 04:10 AM

শুক্রবার বিকালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নকল মোবাইল সেট রাখায় মার্কেটের ১০ দোকানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

দোকানগুলো হলো- ইলেক্ট্র এন্টারপ্রাইজ, ফোন একচেঞ্জ, টেলিসেন্স, ওয়েসিস ইন্টার‌ন্যাশনাল, খাঁন ইলেক্ট্রনিক্স, মেহেদী টেলিকম, আল ইসলাম টেলিকম, টেলিপার্ক, রিগান টেলিকম ও সিয়াম ইলেক্ট্রনিক্স।

“এসব দোকান থেকে এক হাজার ১২টি নকল মোবাইল সেট জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা,” বলা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের অনুমতি ছাড়া অবৈধভাবে এসব সেট দেশে আনা হয়।

“এসব সেটের কোনো আইএমই নম্বর নেই এবং ক্রেতাদের কোনো ওয়ারেন্টি দেওয়া হত না। বাহ্যিকভাবে দেখতে আসল মনে হলেও সেটগুলো ছিল নকল।”

অভিযানে র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম ও বিটিআরসির পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল মো. জোবায়ের আহম্মেদ উপস্থিত ছিলেন।