গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ

গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 05:17 PM
Updated : 28 August 2015, 05:17 PM

শুক্রবার বিকেলে নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং প্রেসক্লাবের সামনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) একই দাবিতে আলাদা কর্মসূচি পালন করে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার পরেও দেশে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন উভয় সমাবেশের বক্তারা।

বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধিতে জনজীবনে ‘চরম সংকট’ দেখা দেবে মন্তব্য করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান  তারা।

কমিউনিস্ট পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় কমিটির নেতা মন্টু ঘোষ, নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক বিমল কান্তি দাসসহ জেলার অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।

অন্যদিকে বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, আবু নাঈম খান বিপ্লব ও সেলিম মাহমুদসহ অন্যরা বক্তব্য দেন।

সমাবেশে শেষে শহরে মিছিল করেন সিপিবি-বাসদের নেতাকর্মীরা।