সেপ্টেম্বরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কাজ শুরু: কাদের

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের চার লেনের কাজ আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হয়ে দুই বছরের মধ্যে শেষ হবে  বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 04:12 PM
Updated : 28 August 2015, 04:12 PM

এছাড়া ধীরগতির যানবাহন চলাচলের জন্য মহাসড়কগুলোর পাশে আলাদা লেন করা হবে বলেও জানান তিনি।

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মহাসড়কে যারা ফিটনেসবিহীন যানবাহন নামাবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আবার হুঁশিয়ারি দেন।

এছাড়া পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মহাসড়কের পাশে কোনো পশুর হাট না বসানোর নির্দেশের কথাও তিনি স্মরণ করিয়ে দেন।

এ সময় টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কে এম নুর-ই- আলম প্রমুখ উপস্থিত ছিলেন।