বড় ড্রেজারের খনন শুরু শনিবার

কয়েকবার সময় ঠিক করেও পিছিয়ে দেওয়ার পর শনিবার মুন্সীগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে বড় ড্রেজারের খনন শুরু হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 03:05 PM
Updated : 28 August 2015, 03:05 PM

শুক্রবার বিআইডব্লিউটিএ-এর নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) সুলতান আহমেদ খান এ তথ্য জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার পদ্মা সেতুর দোগাছি সার্ভিস সেন্টারে বিশেষজ্ঞ দলের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়।

“সভার সিধান্ত অনুযায়ী শনিবার লৌহজং টার্নিং পয়েন্টের ডুবো চরটি কেটে অপসারণ কাজ শুরু করবে সিনো হাইড্রো করপোরেশনের দুটি বড় ড্রেজার।”

ওই এলাকায় প্রায় ৫ থেকে ৬ লাখ ঘন ফুট পলি মাটি অপসারণ করতে হবে বলে জানান প্রকৌশলী সুলতান আহমেদ।

তিনি বলেন, সিনো হাইড্রোর প্রতিটি ড্রেজার প্রতিদিন ২৫ থেকে ৩০ হাজার মাটি খনন করতে সক্ষম। সে হিসাবে দুটি ড্রেজার প্রতিদিন কমপক্ষে ৫০ হাজার পলি অপসারণ করবে।

এ কাজে ১০ থেকে ১২ দিন সময় লাগতে পারে বলে মনে করেন তিনি।

ফেরি এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার কাজ শুরু হবে বলে জানানো হলেও শেষ পর্যন্ত হয়নি।