আদালতের কর্মচারী ‘লাঞ্ছিত’: সদরের ওসি প্রত্যাহার

গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের তিন কর্মচারীকে ‘লাঞ্ছিত’ করার ঘটনায় সদর থানার ওসি রাজিউর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। 

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 02:39 PM
Updated : 28 August 2015, 02:39 PM

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওসি রাজিউরকে ঢাকায় পুলিশ সদর দপ্তরে প্রত্যাহার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, গত ২ জুলাই সোনালী ব্যাংক গাইবান্ধা শাখায় বেতনের টাকা তুলতে আসেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের তিন কর্মচারী।

“সেখানে তাদের সঙ্গে অন্য গ্রাহকদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সেখানে দায়িত্বরত পুলিশের সঙ্গে তাদের হাতাহাতি হয়।

“এ ঘটনার বিভাগীয় ব্যবস্থা হিসেবে ওসিকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।”

আদালতের তিন কর্মচারীর একজন কমল চৌধুরী বাদী হয়ে ঘটনার তিন দিন পর সদর থানার ওসি রাজিউরসহ নয় পুলিশ সদস্য ও ব্যাংকের শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেছেন বলেও জানান পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন।