বেড়া পৌর মেয়রের বিরুদ্ধে দুর্নীতির মামলা

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে পাবনার বেড়া পৌরসভার মেয়র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর ভাই আব্দুল বাতেনসহ ১৪ জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 02:36 PM
Updated : 28 August 2015, 02:36 PM

বৃহস্পতিবার রাতে দুদক পাবনার উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে বেড়া থানায় মামলা দুটি দায়ের করেন বলে জানান ওসি  মশিউর রহমান।

তবে, মামলাটি দুদক তদন্ত করবে বলে জানান ওসি।

মামলার বরাত দিয়ে ওসি জানান,  ক্ষমতার অপব্যবহার করে বেড়া সিএন্ডবি করমজা নতুন হাটকে ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে এবং তা ইজারা দিয়ে অর্থ উপার্জন করে আসছিলেন।

“এভাবে দুই দফায় গত ১৩ বছরে অবৈধভাবে হাটের জায়গা ইজারা দিয়ে প্রায় ৭৮ লাখ ৬ হাজার ৮৪৫ টাকা আত্মসাত করেছেন।”

তিনি বলেন, এ দুই মামলার আসামিদের মধ্যে ১২ জন দুই মামলাতেই আছেন। এছাড়া দুই ইজারাদার রয়েছেন দুই মামলায়।

এরা হলেন- মেয়র আব্দুল বাতেন, পৌরসভার সহকারী প্রকৌশলী খন্দকার ফিরোজুল আলম, কাউন্সিলর হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী এবং মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার।

অপর দুই আসামি হলেন ইজারাদার মাহবুব হোসেন বাবলু ও রফিকুন নবী।

দুদক পাবনার উপ-সহকারী পরিচালক জালাল উদ্দিন জানান, একটি মামলায় অভিযুক্তদের দ্বারা সরকারের ৭৬ লাখ ৩ হাজার ৬০০ টাকা এবং অপর মামলায় ২ লাখ ৩ হাজার ২৪৫ টাকা ক্ষতি দেখানো হয়েছে।

এ ব্যাপারে বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।