আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি সাংবাদিকদের

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা বাতিলের দাবি করেছেন চাঁদপুরের সাংবাদিকরা।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 11:53 AM
Updated : 28 August 2015, 11:53 AM

এ দাবিতে শুক্রবার সকালে শহরের প্রেসক্লাব মিলনায়তনে এক সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা আইসিটি আইনের ৫৭ ধারা বাতিলের দাবি জানিয়ে বক্তরা বলেন, এই আইনের মাধ্যমে দেশে স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হচ্ছে। ইতিমধ্যেই অনেক সাংবাদিককে নিগৃহীত পর্যন্ত করা হয়েছে।

এছাড়া সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ, রুগ্ন সংবাদমাধ্যমগুলোকে সরকারি পৃষ্ঠপোষকতা প্রদান, সাংবাদিক সমাজের নিরাপত্তা নিশ্চিত এবং ঢাকার বাইরে কর্মরত সাংবাদিকদের জন্য বেতন রোয়েদাদ বোর্ড কার্যকর করার জোর দাবিও জানান তারা।

সমাবেশে চাঁদপুর শহরে কর্মরত গণমাধ্যম কর্মীরা ছাড়াও জেলার আট উপজেলার দেড়শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেন।

সাংবাদিক নেতা কাজী শাহাদাতের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ সাংবাদিক শংকর চন্দ্র দে।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক রহিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদক বি এম হান্নান।

সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ মফিকুর রহমানকে সংবর্ধনা জানানো হয়।

সম্প্রতি এক মন্ত্রীকে নিয়ে ফেইসবুক স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তি আইনের মামলায়  সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে দেশে ব্যাপক সমালোচনা হয়।