জামালপুর পৌর মেয়র বরখাস্ত

ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ায় জামালপুর পৌরসভার মেয়র মো. ওয়ারেছ আলী মামুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 10:20 AM
Updated : 28 August 2015, 01:25 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ তাকে বরখাস্ত করে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেন।

২৫ অগাস্ট মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনটি জেলা প্রশাসন বৃহস্পতিবার রাত ৮টার পর হাতে পেয়েছে বলে নিশ্চিত করেন তিনি।।

সাময়িকভাবে বরখাস্ত ওয়ারেছ আলী জামালপুর পৌরসভার পর পর দুইবারের নির্বাচিত মেয়র। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

আনোয়ার হোসেন জানান,  আইনশৃঙ্খলা ভঙ্গের মামলায় ওয়ারেছ আলী অভিযুক্ত হওয়ায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত আসে।

এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগের সহকারী সচিব একেএম আনিছুজ্জামান স্বাক্ষরিক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, মো. ওয়ারেছ আলী মামুনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় দ্রুত বিচার আইনের দুটি মামলা রয়েছে।

“ওই দুই মামলার তদন্তকারী কর্মকর্তা জামালপুর দ্রুত বিচার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

“পরে আদালত তা গ্রহণ করলে স্থানীয় সরকার (পৌরসভা) আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়।”

অতিরিক্ত জেলা প্রশাসক জানান, আদেশ প্রাপ্তির তিন দিনের মধ্যে প্যানেল মেয়র-১ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম ফরিদ আজাদের কাছে দায়িত্বভার হস্তান্তর করার কথাও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ওয়ারেছ আলী মামুন জানান, বরখাস্তের কোনো কপি তিনি এখনও হাতে পাননি।

হাতে পেলে মেয়র পদ ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।