আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়  সাদা পোশাকে মোটরসাইকেল চোর ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে একদল পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2015, 10:01 AM
Updated : 28 August 2015, 10:01 AM

বৃহস্পতিবার গভীর রাতে বড়তল্লা গ্রামে এ ঘটনায় দুই পুলিশসহ অন্তত সাত জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ সময় দুটি হাতকড়া ছিনিয়ে নিয়েছে বলে পুলিশ দাবি করলেও  স্থানীয়রা তা অস্বীকার করেছেন।  

আহতদের মধ্যে ঢাকার মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মনিবুল ইসলাম ও আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইদ্রিসকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে, তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আশুগঞ্জ থানার ওসি আবু জাফর জানান, রাত আড়াইটার দিকে মতিঝিল থানার এসআই মনিবুল ইসলাম মোটরসাইকেল চোর চক্রের সদস্য রুবেলকে গ্রেপ্তার করতে আশুগঞ্জ থানার এসআই মো. ইদ্রিস ও সঙ্গীয় ফোর্স নিয়ে রুবেলের বাড়ি আশুগঞ্জের বড়তল্লা গ্রামে যান।

তিনি বলেন, ওই সময় রুবেলের পার্শ্ববর্তী মকবুল হোসেনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল।

“রুবেল পুলিশের উপস্থিততি টের পেয়ে পালানোর চেষ্টার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।

“এ সময় রুবেল ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করলে বিয়ে বাড়ির লোকজন এসে পুলিশের উপর অতর্কিতভাবে হামলা চালায়।”

তিনি জানান, এ ঘটনায় দুই এসআইসহ অন্তত সাত জন আহত হন।

এ সময় দুর্বৃত্তরা পুলিশের কাছ থেকে দুটি হাতকড়া ছিনিয়ে নেয় বলেও তিনি জানান।

ওসি আবু জাফর বলেন, আসামি রুবেলকে গ্রেপ্তার ও হাতকড়া দুটি উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

রুবেলের ভাবি শাহিদা বেগম জানান, “পুলিশ পোশাক ছাড়া আমাদের বাড়িতে অভিযান চালিয়ে  রুবেলকে ধরে নিতে চাইলে বিয়ে বাড়ির লোকজন ক্ষিপ্ত হয়ে আক্রমণ করে।”

তবে তারা পুলিশের কোনো মালামাল ছিনিয়ে নেননি বলে জানান শাহিদা।

পুলিশ সাদা পোশাকে আসার কারণে এই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।