জিহাদি বইয়ের নাম ‘চাঁদনি রাতের প্রেমিকা’

জামালপুরে এক জামায়াত নেতার ছাপাখানা থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 03:02 PM
Updated : 27 August 2015, 03:02 PM

জামালপুরের পুলিশ সুপার (এসপি) মো. নিজাম উদ্দীন বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে জানান, দুপুরে জামালপুর শহরের স্টেশন রোড এলাকায় ‘কাশফুল অফসেট প্রিন্টিং প্রেসে’ অভিযান চালানো হয়।

জামালপুর শহরের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সহ-সভাপতি মো. লোকমান হোসেন এই ছাপাখানার মালিক। এ ঘটনার পর তিনি পালিয়ে গেছেন বলে জানান এসপি।

এসপি জানান, গোপন তথ্য পেয়ে স্টেশন রোডের ‘কাশফুল অফসেট প্রিন্টিং প্রেসে’ অভিযান চালানো হয়।

“এসময় ‘চাঁদনি রাতের প্রেমিকা’ নামে প্রায় পাঁচশ জিহাদি বই উদ্ধার ও ছাপাখানার যন্ত্রাংশ জব্দ করা হয়।”

তিনি বলেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের উজ্জীবিত করতে এই বই লেখা হয়েছে। বইটিতে মোট ৫৮টি কবিতা লেখা আছে, যার প্রত্যেকটি কবিতা জিহাদি।

ওই প্রেস থেকে আটকরা হলেন- ছাপাখানার ম্যানেজার মো.ওবায়দুল্লাহ ফুলু (৫৪), কর্মচারী মো. সিফাত (২০), মো. কাজল (২৫), মো. জিয়াউল হক জিয়া (২৫),  মো. আব্দুল আলীম (৩৫), মো. আল মামুন (২৮), মো. জহুরুল ইসলাম (২৭) ও জাহাঙ্গীর আলম (২৫)।

</div>  </p>