নওগাঁ সীমান্তে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙা সীমান্ত দিয়ে গরু নিয়ে আসার পথে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে বিজিবি।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 11:00 AM
Updated : 27 August 2015, 11:00 AM

বৃহস্পতিবার দুপুরে ওই জিরো পয়েন্ট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বিজিবি ১৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসান।

নিহত কাবির হোসেন (৩০) সাপাহার উপজেলার কলমুডাঙা হঠাৎপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

মঙ্গলবার রাতে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হন কাবির।

বিজিবি কর্মকর্তা রফিকুল হাসান বলেন, মঙ্গলবার মধ্যরাতে বেশ কয়েকজন কলমুডাঙ্গা সীমান্তের ২৩৮(২) এস পিলারের পাশ দিয়ে ওপারে গরু আনতে যান। গরু নিয়ে বুধবার ভোরে ফেরার সময় ৩১ পান্নাপুর বিএসএফর আধাডাঙা ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে।

এ সময় অন্যরা পালিয়ে আসতে পারলেও কাবির ওপারে থেকে যান।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ২৩৮(২) এস পিলারের পাশে ভারতের অভ্যন্তরে একটি মৃত মহিষ ও এক যুবকের মৃতদেহ বন্যার পানিতে ভাসতে দেখে ওই লাশের পরিচয় ও কাবিরের অবস্থান জানতে চেয়ে পতাকা বৈঠক আহ্বান করে বিজিবি।

“পরে বেলা আড়াইটার দিকে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে কাবিরের লাশ উদ্ধার করা হয়। পরে লাশ সাপাহার থানায় হস্তান্তর করে বিজিবি।”

মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা বিজিবির।