নওগাঁয় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

নওগাঁর বদলগাছি উপজেলায় এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 10:28 AM
Updated : 27 August 2015, 10:28 AM

বৃহস্পতিবার ভোরে কেসাইল গ্রামে এ ঘটনায় নিহত হন খাদাইল গ্রামের শাকিল আহমেদ (৩০)।

বদলগাছি থানার ওসি রফিকুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে স্থানীয় এক চৌকিদার কেসাইল গ্রামের গুলবর আলীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

“বেলা ১২টার দিকে ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী মুকুল থানায় খবর দেন। ওই যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে এলাকাবাসী গুলবারের বাড়িতে লাশটি দেখে গুলবরের কাছে যুবকের মৃত্যুর কারণ জানতে চান। গুলবার জানান- শাকিল তার বাসায় চুরি করতে এসেছিল। ধরা পড়ার পর তাকে পেটানো হয়।

‘পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।”

ঘটনার পর থেকে গুলবর ও তার ছেলেদের আর এলাকায় দেখা যায়নি বলেও জানান ওসি।  

নিহতের ভাই শাহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গুলবর চোরাচালানের সঙ্গে জড়িত। তার ভাই শাকিলও একই দলে কাজ করতেন।

“গুলবরের বাড়িতে কারবারের কাজেই বুধবার সন্ধ্যায় গিয়েছিলেন শাকিল। রাতে বাড়ি ফেরেনি। সকালে গুলবরে বাড়ি থেকে শকিলের লাশ পাওয়ার খবর পাই।

“আমার ভাই চোর নয়। ব্যাবসায়িক দ্বন্দ্বের জেরে তাকে পিটিয়ে হত্যা করা হযেছে।”

শাহিন জানান, তার ভাইকে হত্যার অভিযোগে তিনি গুলবর মিয়া ও তার দুই ছেলে মতিউর ও রাসেলসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে মামলা করবেন।