আরও এক মামলায় রিমান্ডে শওকত মাহমুদ

নাশকতার আরেক মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে এক দিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 09:23 AM
Updated : 27 August 2015, 09:56 AM

আজিমপুরে বিকল্প পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় গত ২৩ জানুয়ারি লালবাগ থানায় করা এই মামলায় বৃহস্পতিবার শওকত মাহমুদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান।

শুনানি শেষে মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূইয়া এক দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে শওকত মাহমুদের অন্যতম আইনজীবী ফরিদুল ইসলাম জানান।

এর আগে গত সোমবার নাশকতার চারটি মামলায় শওকত মাহমুদকে চারদিনের রিমান্ড মঞ্জর করেন মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান।

তবে ওই রিমান্ডের আওতায় তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানিয়েছেন আইনজীবী ফরিদুল। ওই চার মামলার মধ্যে তিনটি পল্টন থানার এবং একটি মতিঝিলের।

জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকতকে গত ১৮ অগাস্ট গ্রেপ্তারের পর রমনা থানার একটি মামলায় তিন দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

শওকতের আইনজীবী ফরিদুল জানান, আরও চারটি মামলায় ১০ দিন করে মোট ৪০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আগামী ১ সেপ্টেম্বর এর শুনানি হবে।

এছাড়া মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রমনা থানার এক মামলায় শওকত মাহমুদের জামিন বাতিলের আদেশের বিরুদ্ধে আগামী ৭ সেপ্টেম্বর মহানগর দায়রা জজ আদালতে শুনানি হবে বলে জানান তিনি।