ফিটনেসবিহীন যান চালালে ব্যবস্থা: সেতু মন্ত্রী

মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন চালানো যাবে না বলে আবার জানিয়ে দিয়েছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 August 2015, 08:02 AM
Updated : 27 August 2015, 08:02 AM

এসব যানবাহন মহাসড়কে উঠলে চালক ও মালিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি।

ঈদপূর্ব প্রস্তুতি উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্বান্ত নেওয়া হয়েছে বলে মন্ত্রী বৃহস্পতিবার সাংবাদিকদের জানান।

মহাসড়কে ফিটনেববিহীন যান না চালানোর জন্য প্রায় প্রতিদিনই সংশ্লিষ্টদের সতর্ক করে দিচ্ছেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কে রোড ডিভাইডার নির্মাণ কাজ পরিদর্শন শেষে মন্ত্রী বলেন, আসন্ন ঈদের আগে মহাসড়কের উপর ও আশপাশে কোরবানির পশুর হাট বসানো যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে।

“ঈদের আগে মহাসড়কে যানজট কমানোর জন্য দুর্ঘটনা প্রবণ এলাকাসমূহের মধ্যে চান্দুরা এলাকায় বাইলেন এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে চারটি রোড ডিভাইডার নির্মাণের কাজ ইতোমধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে।”

আগামী ১৭ সেপ্টেম্বর এগুলো উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

থ্রি হুইলার প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ সকল যানবাহন মহাসড়কে চলতে না দেওয়ায় ইতোমধ্যেই দুর্ঘটনা কমে এসেছে।

“মনে রাখতে হবে, আগে হলো জীবন, তারপর জীবিকা।”

এ সময় সাংবাদিকরা ২০০৯ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপন করা ২০ কিলোমিটার দৈর্ঘ্যের সিরাজগঞ্জ-এনায়েতপুর বাইপাস সড়ক নির্মাণ শেষ না হওয়ার বিষয়টি জিজ্ঞেস করেন।

ওই সময় মন্ত্রী সিরাজগঞ্জ সওজ-এর নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের উদ্দেশে বলেন, সর্বশেষ বেঁধে দেওয়া সময়ের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ করতে হবে।

“এরপর যদি আবার সময় বৃদ্ধি করা হয় তাহলে ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে মন্ত্রী মহাসড়কে চলাচলকৃত যানবাহন চালক ও যাত্রীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং সঠিক কাগজপত্রসহ চালানো গাড়ির চালকদের শুভেচ্ছা জানান।

ওই সময় সড়ক বিভাগের ময়মনসিংহ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহাব উদ্দিন খান, পাবনা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রওশন, সেতু বিভাগের নির্বাহী  প্রকৌশলী আবুল কালাম আজাদ, সিরাজগঞ্জ সওজের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদসহ মন্ত্রণালয়, সেতু বিভাগ, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী রাজশাহীর উদ্দেশে সিরাজগঞ্জ ত্যাগ করেন।