অপহরণকারী সন্দেহে নোয়াখালীতে গ্রেপ্তার ১

নোয়াখালীতে ব্যবসায়ী অপহরণকারী সন্দেহে প্রাইভেট কারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 04:05 PM
Updated : 26 August 2015, 04:05 PM

বুধবার বিকালে এই ঘটনায় মাইজদী থেকে কামাল হোসেনকে (৪৩) গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্রে ঠিকানা ঢাকার আজমপুরে উল্লেখ রয়েছে বলে জানান সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন।

ওসি জানান, জেলা শহরের পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত ফার্নিচার মেলার মালিক ইব্রাহিম খলিল মজনুকে দেড় বছর আগে একটি প্রতারক চক্র ফার্নিচার কেনার কথা বলে ঢাকায় নিয়ে যায়। তাকে উত্তরার একটি বাসায় দুইদিন আটকে রেখে এক লাখ টাকা মুক্তিপণ আদায় করে তারা।

কিছুদিন ধরে মাইজদীর এই ব্যবসায়ীর কাছে মোবাইলফোনে নয় লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল বলে ইব্রাহিমের অভিযোগ।

এ ঘটনার মধ্যেই কামাল কিছুদিন আগে মজনুকে ফোন করে ফার্নিচার কেনার কথা বলে ঢাকায় আসতে বলেন। মজনু রাজি না হওয়ায় বুধবার কামাল প্রাইভেট কারে করে মজনুর দোকানে আসেন। এ সময় তার কথাবার্তায় সন্দেহ হওয়ায় পুলিশকে খবর দেন মজনু। পুলিশ এসে সেখান থেকে কামালকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদ করা হলে সে  তার বিস্তারিত পরিচয় দিতে গড়িমসি করে কামাল।

রাতে প্রতারণার অভিযোগে কামাল হোসেনকে আসামি করে মজনু একটি মামলা করেন।

কামাল বড় ধরণের কোনো প্রতারক চক্রের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার বিরুদ্ধে আর কোনো মামলা রয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।