ট্রেড-লাইসেন্স ফি বৃদ্ধি প্রতিবাদে নগর ভবন ঘেরাও

খুলনা সিটি করপোরেশনের ট্রেড লাইসেন্স বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে সমাবেশ ও নগর ভবন ঘেরাও করেছে ব্যবসায়ীরা।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 August 2015, 12:53 PM
Updated : 26 August 2015, 12:53 PM

বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন তারা।

পরে এক প্রতিবাদ সমাবেশ শেষে মেয়র মো. মনিরুজ্জামান মনির কাছে স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী নেতারা।

ব্যবসায়ী নেতা অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সকল শ্রেণির ব্যবসায়ী এবং মংলা বন্দরের ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। যা ব্যবসায়ীদের জন্য কষ্টকর।

দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার সকালে নগর ভবনের সামনে প্রতীক অনশন করবে ব্যবসায়ীরা এবং খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষণাও দিয়েছে তারা।

সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম।